1073
Published on অক্টোবর 20, 2021দেশে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ,লুটপাট ও নাশকতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়ক জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দেন জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “ এই বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম আমরা সকলেই বাঙ্গালী। আমরা জাতি,ধর্ম, বর্ণ বিভেদ ভুলে এক ও অভিন্ন হয়ে বাঙ্গালীর পরিচয়ে বাঁচতে চাই।”
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন “অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কক্সবাজার জেলা ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে।”
দেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্বন্বয়ে এই সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়।