পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ

890

Published on অক্টোবর 20, 2021
  • Details Image

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয় চৌমাথা মোড় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিন করে। পরে চৌমাথা মোড়ে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, সাবেক ভিপি রফিকুল ইসলাম, আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল

Live TV

আপনার জন্য প্রস্তাবিত