ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

1118

Published on অক্টোবর 20, 2021
  • Details Image

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড থেকে এক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদমিনারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভপতি ফাইজুর রশিদ খশরু। সমাবেশে স্থানীয় হিন্দু মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে মিলেমিশে সাস্প্রদায়িক সম্প্রিতি রক্ষা করতে হবে। এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই রাজনৈতিক ফয়দার জন্য সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের চেষ্টা চলছে। সরকারের সাথে ভারতের সম্পর্ক কে খারাপ করার জন্যই হিন্দু সম্প্রদায়ের সাথে এমন আচারন করা হচ্ছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সকল অশুভ শক্তির মোকাবেলা করতে হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত