নওগাঁর আত্রাইয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ

603

Published on অক্টোবর 20, 2021

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় বিভিন্ন মোড়ে থেমে-থেমে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করা হয়। এর আগে আওয়ামী লীগ পরিবারের সদস্যরা দলেদলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জমায়েত হন।

সমাবেশে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, আওয়ামী সমর্থিত চেয়ারম্যান বর্গ, আওয়ামী লীগ পরিবারের সদস্যগণ ।

সমাবেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিবারের সদস্যরা মাঠে থাকার ঘোষণা দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত