কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন

978

Published on অক্টোবর 19, 2021
  • Details Image

সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’য় অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

শোভাযাত্রা শেষে সম্প্রীতি সমাবেশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সোনার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত