ফুলবাড়ীতে ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালিত

1305

Published on অক্টোবর 19, 2021
  • Details Image

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোণা মোড়ে এক সম্প্রীতি সমাবেশ অংশ নেয়।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বীর রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।

ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল তার বক্তব্যে জানান, সোমবার সন্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সব নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তি তৎপরতা প্রতিরোধ করার নিদের্শনা দেন। যেকোন মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। আমরা জননেত্রী শেখ হাসিনার নিদের্শে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য সব সময় প্রস্তুত আছি। এ সময় সভাপতি সকল ছাত্রলীগের নের্তাকর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেন তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত