সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে জাবিতে ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’

708

Published on অক্টোবর 19, 2021
  • Details Image

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শেষ হয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। এ সময় প্রায় কয়েকশ’ ছাত্রলীগ নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত ‘সম্প্রীতি সমাবেশে’ জাবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক এম মাইনুল হোসেন রাজন বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে।

এ সময় শোভাযাত্রায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী আখতারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, মাহবুবুল আলম রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি ও আহমেদ আরিফ।

 

সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা বাংলা ট্রিবিউনকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই। আমরা সবাইকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেবো।

এদিকে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা মানববন্ধন করে। বিশ্ববিদ্যালয়ের 'অমর একুশ' ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুরে যে সম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত। রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধনের জন্য এ কাজ করা হয়েছে।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত