1498
Published on অক্টোবর 18, 2021রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৮ অক্টোবর বেলা ১১.০০ ঘটিকায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ সহযোগে স্বাস্থ্য-সুরক্ষাবিধি অনুসরণপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৮তম শুভ জন্মদিন 'শেখ রাসেল দিবস' পালিত হলো।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি'র অসুস্থতাজনিত কারনে অদ্যকার আয়োজনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ আমানুল হাসান দুদু এবং সাধারণ সম্পাদক বিদেশে অবস্থানগত কারনে অত্র শুভ আয়োজনের সার্বিক সঞ্চালনা ও পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব সহ নেতৃবৃন্দ এবং জেলাধীন বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংগঠনিক স্তরের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ও সমর্থনে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।
অদ্যকার আয়োজনে শহীদ শেখ রাসেল-এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া/প্রার্থনা সহ আলোচনা সভা এবং কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়। এছাড়াও জেলাধীন সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান /উপাসনালয়েও শেখ রাসেল-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং প্রার্থনা করা হয়।
আয়োজনে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্ডলীর মধ্যে মোঃ আমজাদ হোসেন নবাব, অধ্যক্ষ এস.এম. একরামুল হক, আলহাজ্ব এ্যাড. মোঃ জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু এবং জেলা যুবলীগ সভাপতি মোঃ আবু সালেহ প্রমুখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।