759
Published on অক্টোবর 18, 2021রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগ। সোমবার(১৮ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার মাঝি পাড়ায় অগ্নিসংযোগে ক্ষতি গ্রস্ত প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে অর্থ সহযোগিতা করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা ইলিয়াস আহমেদ, ছায়াদৎ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিন সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর আমিন প্রমুখ।
অর্থ সহযোগিতা বিতরণ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, স্বাধীনতা বিরোধীরা এখন অপপ্রচার ছড়িয়ে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সজাগ রয়েছি তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে।
প্রসঙ্গত, ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ সুপার, র্যাব-১৩এর অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র্যাব ও পুলিশ। এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ।