শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গাজীপুরে ঘর উপহার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের

900

Published on অক্টোবর 17, 2021
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার গৃহহীন ইয়ানুর আক্তার নামে এক গৃহবধূকে ঘর উপহার দেওয়া হয়েছে। 

আজ রবিরার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ঘরের চাবি বুঝিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ।  

এসময় তিনি বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের দিক-নিদেশনায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আশ্রয় কর্মসূচি 'জমি আছে, ঘর নেই' এমন অসহায় গৃহবধূকে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে একটি ঘর দিয়েছি। পর্যায়ক্রমে এমন অসহায় মানুষকে ঘর দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন শাহীনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত