জামায়াত শিবির বিএনপির পরিকল্পিত নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

1255

Published on অক্টোবর 16, 2021
  • Details Image

আজ সকাল ১১ ঘটিকায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট মোড় হয়ে নগরীর কোতোয়ালি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি তালেব আলি, ইয়াছিন আরাফাত কচি,একরামুল হক রাসেল,নাঈম রনি যুগ্ন সাধারণ সম্পাদক সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু,খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসানুল আলম সবুজ,,আবুল মনসুর টিটু,মিয়া মোহাম্মদ জুলফিকার, শেখ সরফুদ্দিন সৌরভ, কার্যনির্বাহী সদস্য - ইমাম উদ্দিন নয়ন, সাজিবুল ইসলাম সজিব,আরাফাত রুবেল,মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাইমিনুল ইসলাম রাহিম, মোশরাফুল হক চৌধুরী পাভেল,ওয়াহিদুল আলম ওয়াহিদ, চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম ইরাক,বায়েজিদ থানা ছাত্রলীগ আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, যুগ্ন আহবায়ক ওয়াহিদ টিটু,মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু,চান্দগাও থানা ছাত্রলীগ সভাপতি নুরুন নবী সাহেদ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম,পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আরমান, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন রনি, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবিদ হাসান,১২ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু,১৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গোলামুর রহমান চৌধুরী রিজান,১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল,সিটি কলেজ ছাত্রলীগ নেতা নাবির আহমেদ লিটন,মাকসুদুর রহমান,এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা আনসারুল্লাহ সৌরভ,ইউছুফ আলি বিপ্লব প্রমুখ।

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্রে রাতের আধারে সনাতনী মন্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে, দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিরিহ মানুষের ঘরবাড়ি উপাসনালয় দোকানপাটে হামলা ভাঙ্গচুর ও লুটপাট চালিয়েছে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা।অনতিবিলম্বে চিহ্নিত দূশকৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।তারা বলেন এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের।উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে শীঘ্রই।ধর্মপ্রান মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামে সকল অপশক্তিকে সমূলে উৎপাটন করার প্রতিজ্ঞা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত