740
Published on অক্টোবর 12, 2021ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ আরও উন্নত সমৃদ্ধশালী করতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে।
রোববার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূলের আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।