বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত

1379

Published on অক্টোবর 11, 2021
  • Details Image

আজ ১১ অক্টোবর ২০২১ সোমবার বিকাল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো-

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

ময়মনসিংহ বিভাগ

জেলা : জামালপুর

উপজেলা : জামালপুর সদর

ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থীর নাম

কেন্দুয়া

শেখ মাহবুবুর রহমান

শরিফপুর

আলম আলী

লক্ষীরচর

মোঃ আফজাল হোসেন বিদ্যুৎ

তুলশীরচর

মোঃ শহিদুল্লাহ

ইটাইল

মোঃ হাফিজুর রহমান

নরুন্দি

মোঃ লুৎফর রহমান

ঘোড়াধাপ

মোহাম্মদ ফজলুল হক

বাঁশচড়া

মোঃ আঃ জলিল

রানাগাছা

মোঃ আব্দুল জলিল

শ্রীপুর

মোঃ আজিজুল হক

শাহবাজপুর

মোঃ আয়ুব আলী খান

তিতপল্যা

মোঃ আজিজুর রহমান

মেষ্টা

মোঃ ছানোয়ার হোসেন

দিগপাইত

মোঃ মিজানুর রহমান

রশিদপুর

আব্দুল্লাহ আল মামুন

 

জেলা : শেরপুর

উপজেলা : শেরপুর সদর

ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থীর নাম

কামারেরচর

মোঃ হাবিবুর রহমান

চরশেরপুর

মোঃ রফিকুল ইসলাম

বাজিতখিলা

মোঃ মুহাম্মদ আলী

গাজীরখামার

মোঃ আওলাদুল ইসলাম

ধলা

মোঃ রহিজ উদ্দিন

পাকুড়িয়া

মোঃ হায়দার আলী

ভাতশালা

নাজমুন নাহার

লছমনপুর

মোঃ আঃ হাই

চরমোচারিয়া

মিজানুর রহমান বাবুল

বলাইরচর

মোঃ মনিরুল আলম

কামারিয়া

মোঃ সরোয়ার জাহান

রৌহা

মোঃ সাইফুজ্জামান সোহেল

বেতমারী ঘুঘুরাকান্দি

মোঃ আব্দুল মজিদ

চর পক্ষীমারী

আকবর

 

জেলা : ময়মনসিংহ

উপজেলা :  হালুয়াঘাট

ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থীর নাম

ভুবনকুড়া

মোঃ সুরুজ মিয়া

জুগলী

মোহাম্মদ ছামাদুল ইসলাম

গাজিরভিটা

মোঃ আবদুল মান্নান

বিলডোরা

মোঃ জাহাঙ্গীর হোসেন

শাকুয়াই

সাহেদ আলী

নড়াইল

মোঃ সাইফুল ইসলাম

ধারা

তোফায়েল আহমদ

ধুরাইল

মোঃ ওয়ারিছ উদ্দিন (সুমন)

আমতৈল

মোঃ আককাছ আলী

স্বদেশী

মোঃ খোরশেদ আলী

উপজেলা :  ধোবাউড়া

দক্ষিণ মাইজপাড়া

মোঃ ফজলুল হক

গামারীতলা

মোঃ আতাউর রহমান

ধোবাউড়া

মোঃ নজরুল ইসলাম মুকুল

পোড়াকান্দুলিয়া

মোঃ বকুল মিয়া

গোয়াতলা

মোঃ আলমগীর হোসেন

ঘোষগাঁও

মোঃ শামছুল হক

বাঘবেড়

মোঃ মেহেদী হাসান

উপজেলা :  ফুলবাড়িয়া

নাওগাঁও

মোঃ আঃ রাজ্জাক

পুটিজানা

মোঃ ময়েজ উদ্দিন তরফদার

কুশমাইল

মোঃ শামছুল হক

বালিয়ান

হাজেরা খাতুন

দেওখোলা

তাজুল ইসলাম (বাবলু)

ফুলবাড়ীয়া

মোঃ আতাহার আলী

বাক্তা

মোঃ নাজমুল হক (সোহেল)

রাঙ্গামাটিয়া

মির্জা মোঃ কামরুজ্জামান

এনায়েতপুর

মোঃ বুলবুল হোসেন

কালাদহ

মোঃ ইমান আলী

রাধাকানাই

মোঃ গোলাম কিবরিয়া তরফদার

আছিমপাটুলী

এস.এম. সাইফুজ্জামান

ভবানীপুর

মোঃ জবান আলী সরকার

 

জেলা :  নেত্রকোণা

উপজেলা :  নেত্রকোণা সদর

ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থীর নাম

মৌগাতি

মোঃ মোস্তাফিজুর রহমান খান

মেদনী

মোঃ জিল্লুর রহমান খান নোমান

ঠাকুরাকোনা

মোঃ আব্দুর রাজ্জাক

সিংহের বাংলা

মোঃ আব্দুর রহিম

আমতলা

মোঃ আব্দুর রউফ সবুজ

লক্ষীগঞ্জ

আব্দুর রব (রব্বানী)

কাইলাটি

মজিবুর রহমান

দক্ষিণ বিশিউড়া

মোঃ আবু বকর সিদ্দিক

চল্লিশা

সৈয়দ মাহাবুবউল মজিদ

রৌহা

মোঃ আব্দুর রশিদ

কালিয়ারা গাবরাগাতি

মোঃ আমজাদ হোসেন খান

মদনপুর

মোঃ মোস্তফা ই কাদের

উপজেলা :  বারহাট্টা

বাউসী

মোঃ শামছুল হক

সাহতা

পল্টন চন্দ্র সরকার

বারহাট্টা

কাজী সাখাওয়াত হোসেন

আসমা

মোঃ শফিকুল ইসলাম খান

চিরাম

মোঃ সাইদুর রহমান চৌধুরী

সিংধা

শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন

রায়পুর

মোঃ আলী আকবর তালুকদার

উপজেলা :  আটপাড়া

স্বরমুশিয়া

মোঃ আব্দুস ছাত্তার

শুনই

মোঃ রোকন উজ্জামান

লুনেশ্বর

মোঃ শাহজাহান কবীর

বানিয়াজান

মোঃ ফেরদৌস মিয়া

তেলিগাতী

অখিল চন্দ্র দাস

দুওজ

সাইদুল হক তালুকদার

সুখারী

মোঃ শাহজাহান

 

মনোনীত প্রার্থী পরিবর্তন

খুলনা বিভাগ

জেলা :  নড়াইল

উপজেলা : নড়াইল সদর

ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থীর নাম

বিছালী

এস, এম, আনিসুল ইসলাম

তারিখ: ১১ অক্টোবর ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত