গৌরনদী পৌর যুবলীগের সম্মেলন সম্পন্ন

864

Published on অক্টোবর 11, 2021
  • Details Image

ওয়ার্ড পর্যায় থেকে যুবলীগের কার্যক্রমে গতিশীল করার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। রবিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন করা হয়।

পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিচুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, যগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়াসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত