671
Published on অক্টোবর 6, 2021আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে পুরোদমে দলীয় প্রস্তুতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ। গত দুই দিনে সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১০টি ইউনিয়নে নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করা হয়। এর মধ্যে ৫ অক্টোবর মঙ্গলবার একদিনে ৭টি ইউনিয়নে তৃণমূল নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নগুলো হলে বিষ্ণপুর, আশিকাটি, শাহমামুদপুর, রামপুর, মৈশাদি, তরপুরচন্ডি ও হানারচর ইউনিয়ন। এর মধ্যে তৃণমূল থেকে ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বাদে সকল ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে।
সকাল ১০টার দিকে ৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
দুপুরে ১৩ নং হানারচর ইউনিয়নে রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমূল নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাড়ির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
সভায় তৃণমূল নেতৃবৃন্দের প্রস্তাবনা অনুযায়ী চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর নাম উঠে আসে। প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার রাড়ি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল, আওয়ামী লীগ নেতা নাছির মাঝি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাত হাওলদার, সাবেক যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন টিটু, আবুল কালাম ( কালু) চৌকিদার, আজাদ মোল্লা, মকবুল মিজি।