ফরিদপুর ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

792

Published on অক্টোবর 6, 2021
  • Details Image

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার চাঁদনী সিনেমা হলে এ বর্ধিত সভা শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আ. ওয়াদুদ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন মিয়া ও ফজলুর রহমান চান, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর রাজনৈতিক সচিব এনামুল হক অপু, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু প্রমুখ।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তিকে ভাঙ্গার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবী জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত