889
Published on অক্টোবর 6, 2021মঙ্গলবার (৫ অক্টোবর) শরীয়তপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন আহমেদ ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর। এছাড়াও সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।