575
Published on অক্টোবর 6, 2021দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল। এ উপলক্ষে মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। এর আগে সকালে প্রত্যেক হলে আবাসিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রলীগের হল পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক উপহার দেয় ছাত্রলীগ। ‘জননেত্রী শেখ হাসিনা'র উপহার’ শিরোনামের এই কার্যক্রমে আরও রয়েছে খাতা, কলম, স্কেল প্রভৃতি শিক্ষা উপকরণ। কার্যক্রমের সমন্বয় করছেন সংগঠনটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা প্রথমেই বিবেচনায় রেখেছি ঢাকায় এসে একজন শিক্ষার্থীর প্রথমেই কী কী জরুরি বিষয় প্রয়োজন পড়বে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আমরা প্রগতির বার্তা পৌঁছে দিতে পেরেছি।
শিক্ষা সামগ্রী বিতরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।