সুনামগঞ্জে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1451

Published on অক্টোবর 5, 2021
  • Details Image

সুনামগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. রেজাইল করিম, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

বর্ধিত সভায় জেলার ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত