709
Published on অক্টোবর 3, 2021মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো: শহিদুল ইসলাম পেরেশান ও শহীদ সরফরাজ হোসেন মৃদুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড ডা. শামীম আল সাইফুল সোহাগ।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো: হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন, জেমস স্বপন মল্লিক বাবু, এ্যাড মো: হুমায়ুন কবির, মো: রেজাউল ইসলাম রেজা, মো: জাকিরুল ইসলাম জাকির।
এসময় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।