903
Published on অক্টোবর 3, 2021ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে দলীয় প্রার্থী নির্ধারণের জন্য ২ অক্টোবর বিকাল ৩ টায় হরিপুর আওয়মী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপত্বিতে এ বর্ধিত অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোজাফ্ফর আহম্মেদ মানিক, আনোয়ার হোসেন, উপজেলা পরিষদরে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প, এ্যাড. সহরাব হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।