হবিগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

847

Published on অক্টোবর 3, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের হবিগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা ২ ই অক্টোবর হবিগঞ্জ সদরের টাউন হলে অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার ও প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক সম্পাদক ড. মো. রেজাউল কবির উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলি, কার্যনির্বাহী সদস্য গাজী মোঃ শাহেদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এড. ওলিউল্লাহ সারোয়ার সৌরভ।

প্রধান অতিথি জনাব মো. রফিকুল আলম জোয়ার্দার বলেন পরশ-নিখিলের নেতৃত্বে বর্তমান যুবলীগ একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে। করোনার এই মহামারিতে যুবলীগের মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

করোনাকালীন সময়ে ইতোপূর্বে যুবলীগ সারাদেশে ৭০ লাখ মানুষের মাঝে খাবার ও অন্যান্য সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় যুবলীগকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে বিভিন্ন সাংগঠনিক বিভাগের জেলাসমূহে বর্ধিত সভা শুরু হয়েছে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে ড. মো. রেজাউল কবির বলেন, দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে ঠিক তখনি স্বাধীনতা বিরোধী চক্র এই উন্নয়নকে প্রতিহত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর তাদের এই অপতৎপরতাকে রুখতে হলে যুবলীগের সকল ইউনিটের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করতে হবে। যুবলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত নিরসনসহ দলীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা যুবলীগের বিরুদ্ধে নানা চক্রান্ত করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন অপরাজনীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মানে যুবলীগ থেকে অনুপ্রবেশকারী, অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান, ত্যাগী, পরিশ্রমী ও দুর্দিনের কর্মীদের নতুন কমিটিতে তাদের অন্তর্ভুক্তি করার জন্য গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল ইউনিটের নেতা কর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন মহাযজ্ঞের চিত্র জনগণের কাছে তুলে ধরা পাশাপাশি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ তাদের দুর্নীতির চিত্র সর্বস্তরের মানুষকে জানানোর জন্য জোরালো আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত