894
Published on অক্টোবর 2, 2021বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর এর বর্ধিত সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে সভা সম্পন্ন হয়।
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা। সম্মানিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহীন-উন ইদলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ ও উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক দম্পাদক দেলোয়ার হোসেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবসময় যেকোনো আন্দোলন সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকে। এখন দেশ গড়ার সময়, এই সময়ও আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। বিএনপি-জামাত আমাদের শত্রু। তাদের যেকোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিহত করবে। এজন্য আমাদেরকে এক থাকতে হবে।
বর্ধিত সভায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের উপর জোর প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, নুর হোসেন মিন্টু, আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহবুব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, মনির হোসেন, বাপ্পী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ।