রাজশাহীর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

975

Published on সেপ্টেম্বর 28, 2021
  • Details Image

রাজশাহীর বাগমারায় বাংলাদেশ যুব মহিলা লীগ, বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রাসহ উপজেলা যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের বেলুন উড়িয়ে দেওয়া হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান অতিথিসহ নেতারা।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, পারভিন খায়ের, নার্গিস মাহাতাব, শারমিন জাহান মেরি, সদস্য লুনা হুমায়ুন পারভীন, পারুল আক্তার মল্লিক প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারায় যুব মহিলা লীগ একটি শক্তিশালী ও গঠনমূলক সংগঠন। যুব মহিলা লীগ প্রতিটি নির্বাচনসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব মহিলা লীগের গুরুত্ব অনেক। তারা প্রতিটি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত থাকে।

উক্ত সম্মেলনের দ্বিতীয় অংশে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রার্থীতা ঘোষণা করা হয়। একাধিক প্রার্থী না থাকায় গত কমিটির সভাপতি প্রভাষক শাহিনুর খাতুনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত