804
Published on সেপ্টেম্বর 25, 2021গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি অব্দুল মতিন সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম অবুবকর চৌধুরীর সঞ্চালনায়, আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় বীর শহীদ মোহাম্মদ ময়েজউদ্দীন আহম্মেদ এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে করোনিয় বিষয়ের উপর দিক নির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৫ আসনের সাংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।