815
Published on সেপ্টেম্বর 25, 2021দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
মাহিলাড়া বাজার টলঘরে অনুষ্ঠিত বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিচুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন কবিরাজ, আবুল কালাম মৃধা, মো. মামুন মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা মো. সহিদুল ইসলাম সহিদ, নজরুল ইসলাম, সিকদার মহসিন সেন্টু, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, আল আমিন আকন, রাসেদুল ইসলাম সঙ্গীত ও শাহাদাৎ হাওলাদারসহ অন্যান্যরা।