816
Published on সেপ্টেম্বর 25, 2021কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ফাতেমা কনভেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, সাইদুর রহমান জুয়েল ও তামিম তালুকদার। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে ঝালকাঠি জেলা কমিটি কখনো পূর্ণাঙ্গ হয়নি। আহ্বায়ক কমিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ অবস্থার অবসান ঘটানে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ডিসেম্বরে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠনের সুবাতাসে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল পরিচালনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।