প্রধানমন্ত্রীর এসডিজি অগ্রগতি পুরস্কারে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

580

Published on সেপ্টেম্বর 25, 2021
  • Details Image

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-এসডিজি ব্যাপক অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুকুট-মণি’ উপাধিতে ভূষিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে স্টেডিয়াম ও বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন রোড হয়ে জিপিও মোড়ে এসে থামে মিছিলটি।

এ সময় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা মহানগর দক্ষিণ ও তার অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল পূর্বে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক-এসডিএসএন পুরস্কার বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন এবং মাইল ফলক বলে অভিহিত করেন বক্তারা। বাংলাদেশের জন‌্য এই অর্জনের জন‌্য শেখ হাসিনাকে শুভচ্ছো ও অভিনন্দন জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহ -সভাপতি অ্যাডঃ কাজী শাহানারা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ -দপ্তর সম্পাদক রাহুল দাসসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্প্রতি দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স - ‘জুয়েল ইনদি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত