801
Published on সেপ্টেম্বর 23, 2021বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও সাবেক পানি সম্পদ মন্ত্রী জনাব রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে অসহায় দুস্থ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সে সময় সাংসদ রমেশ চন্দ্র সেনের রোগ মুক্তি কামনায় দোয়া সহ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুনাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ,এফ,এম মুজাহিদুর রহমান শুভ দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না সহ ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।