989
Published on সেপ্টেম্বর 23, 2021পঞ্চগড়ে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।
পঞ্চগড় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক নাহিয়ান নাবিদ ও এ.টি.এম সায়েম লিয়ন এবং পঞ্চগড় জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম চানুসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।