দিনাজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1239

Published on সেপ্টেম্বর 23, 2021
  • Details Image

দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসব শুরু হয়।

সন্ধা সাড়ে ৬টায় প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা সভা স্থলে এসে পৌছে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ।

দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহ-সম্পাদক আরিফুল ইসলাম, আলমগীর শাহ জয়, সদস্য রায়হান সরকার রিজভী, ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, মোঃ কাইফ ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবলীগ, শহর ও সদর উপজেলা যুবলীগ, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে সংবর্ধনা জাননো হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত