1032
Published on সেপ্টেম্বর 23, 2021জন্ম যেন, আজন্ম পাপ, জন্ম প্রতিবন্ধী আতিকুল জন্ম থেকেই বিছানায় পড়ে আছে। হাঁটাচলা করতে অক্ষম। অতি প্রয়োজন ছিল একটি হুইল চেয়ার। কিন্তু গরীব পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় ঘর থেকে বাইরে বিছানায় শুয়েই তার সারাদিন কেটে যেতো।
অটোরিকশা চালিয়ে কোনভাবে সংসার চালায় আতিকুলের বৃদ্ধ বাবা। ছেলের চলাফেরার জন্য তার মা-বাবা অনেকের দ্বারে দ্বারে ঘুরেও হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি। অবশেষে হঠাৎ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের নজরে আসে আতিকুল। এ মাসের ১৮ তারিখে তার ফেইসবুক আইডি মাহমুদুল হাসান হতে একটি হুইল চেয়ারের জন্য মানবিক আবেদন জানানো হয়।
বিষয়টি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু'র নজরে আসে। অবশেষে জন্ম প্রতিবন্ধী আতিকুলকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করলো ছাত্রলীগ নেতা।
সোমবার (২০সেপ্টেম্বর) আতিকুলের বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু। এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন আতিকুলও তার পরিবার।
আতিকুলের বাবা বলেন, পাড়া-প্রতিবেশী জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও আমার ছেলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি। সাংবাদিক ভাইয়ের সহযোগিতায় ছাত্রলীগ নেতার দেওয়া হুইল চেয়ার পেয়ে আমার সন্তানের মুখে হাসি ফুটেছে। আল্লাহ আপনাদের ভাল করব।
জন্ম প্রতিবন্ধী আতিকুল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলারসর গ্রামের কদ্দুস আলীর ছেলে।