563
Published on সেপ্টেম্বর 22, 2021মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলার টেংগার চর ইউনিয়নের সেভেন হ্যাভেন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মহসিন চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক টিটু, আল-আমিন দেওয়ান, টেঙ্গারচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজুল হক পার্থসহ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।