রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

710

Published on সেপ্টেম্বর 22, 2021
  • Details Image

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম-এমপি, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

এদিকে বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে জেলা শহরে আসতে শুরু করে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকরা।

সভায় উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে দুইজন সদস্য বলেন, বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দ্বাদশ নির্বাচনের প্রস্তুতির জন্য জেলার নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফারুক খান বলেন, করোনাকালীন সময়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ভালো করছে। আগামী অক্টোম্বর মাসের ১৬ তারিখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন নিয়ে আমরা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কমিটির সকল সদস্যদের কথা শোনার জন্য এখানে এসেছি। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত