নীলফামারী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

794

Published on সেপ্টেম্বর 22, 2021
  • Details Image

আগামী নভেম্বরের মধ্যে নীলফামারী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভা শেষে ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। জেলা সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে আজকের সভায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো সোহেল পারভেজ, ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ সম্পাদক ডাক্তার মাহফুজার রহমান, সহসম্পাদক আরিফুর রহমান আরিফ, মো. আলমগীর হোসেন শাহ জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, মো. শাহজালাল সুর্য ও মো কাইফ ইসলাম বক্তব্য দেন।

জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক  শাহিদ মাহমুদ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত