1036
Published on সেপ্টেম্বর 21, 2021পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষণ রায়, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা, সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।