নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

617

Published on সেপ্টেম্বর 21, 2021
  • Details Image

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চালনয় এত বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, গিরিশ চন্দ্র রায়, মখলেছুর রহমান, মোরশেদুল বারী, কালিপদ রায়, একরাম হোসেন, জুলফিকার আলী, সোহেল রানা, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান, আনিছুর রহমান আলো।

সভায় আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম গোলাপ, খলিলুর রহমান, সেকেন্দার আলী, হাফিজুর রহমান নান্টু, আজমল হোসেন মিঠু, মোতাহার আলী ও মুক্তিযোদ্ধা ওয়াশিম উদ্দিন প্রমুখ।

বর্ধিত সভায় আগামী ২২ সেপ্টেম্বর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত