564
Published on সেপ্টেম্বর 21, 2021সন্দ্বীপ উপজেলায় ইউপি নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম এ কাদের বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মাইটভাঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকে মিজানুর রহমান মিজান, রহমতপুরে নৌকা প্রতীকে ফরিদুল মাওলা কিশোর, সন্তোষপুরে নৌকা প্রতীকে মহিউদ্দিন জাফর, গাছুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আবুল খায়ের নাদিম, হরিশপুরে নৌকা প্রতীকে আবুল কাশেম মোল্যা নির্বাচিত হয়েছেন।
এর আগে ৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন, হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন, বাউরিয়া ইউনিয়নে জিল্লুর রহমান, সারিকাইত ইউনিয়নে ফখরুল ইসলাম পনির এবং মগধরা ইউনিয়নে এস.এম আনোয়ার হোসেন।
সোমবার সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।