908
Published on সেপ্টেম্বর 19, 2021খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(১৮সেপ্টম্বর) সকালে ডুমুরিয়া কলেজে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শাহানেওয়াজ হোসেন জোয়ার্দারের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, এবিএম শফিকুল ইসলাম, মোস্তফা কামাল খোকন, সরদার আবু সালেহ, মোখলেচুর রহমান বাবলুসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্ব স্ব ইউনিয়ন কমিটির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সভায় সভাপতি আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করার নেতাকর্মীদের প্রতি আহবান জানান।