বোয়ালমারীতে কৃষকলীগের কর্মী সভা

623

Published on সেপ্টেম্বর 19, 2021
  • Details Image

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকলীগের পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বোয়ালমারী ওয়াবদামোড়স্থ কৃষকলীগ অফিসে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে মো. মুনীর হোসেনকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।

নিবার বেলা ১২টায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ সহিদুল ইসলাম।

 

মো. মুনীর হোসেনের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চলনায় সভায় প্রধান বক্তা ছিলেন ফরিদপুর কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস।

এছাড়া বক্তব্য দেন ফরিদপুর কৃষকলীগের সহসভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শরীফ শাহিনুর আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রতিটি ওয়ার্ডে কৃষকলীগের সু-সংগঠিত কমিটি করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মীদেরকে আহ্বান জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত