রাঙামাটিতে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

677

Published on সেপ্টেম্বর 19, 2021
  • Details Image

পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় বক্তারা বলেন, যুবলীগ বিশ্বের অন্যতম একটি শক্তিশালী যুব সংগঠন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশে কাজ করে যাচ্ছে যুবলীগ। নতুন কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যেন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব স্থান পায় সেই জন্য সাংগঠনিক কাজ করছে যুবলীগ।

বর্ষিত সভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হয়। ১৫ মাস পর ২০১৪ সালের ২৪ মে ৩ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত