1065
Published on সেপ্টেম্বর 19, 2021বান্দরবানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান অরুণ সারকী টাউন হলে জেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুবলীগের বর্ধিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।
আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।
এসময় বর্ধিত সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কে এম এহাছান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, আশুতোষ কুমার দে আশু’সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।