ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত

758

Published on সেপ্টেম্বর 19, 2021
  • Details Image

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন উপলক্ষে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু পাঠচক্র ভবনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু’র সভাপতিত্বে ও সম্পাদক এস এম জাভেদ নওরোজ আলমগীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি নাসিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক কালিশংকর চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত