971
Published on সেপ্টেম্বর 19, 2021দীর্ঘদিন সংগঠনের গঠনতান্ত্রিক কমিটি না থাকা ও সাংগঠনিক অচলস্থা দূর করতে করনীয় ঠিক করতে নাটোরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের অনিমা চৌধুরি মিলনায়তনে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল নেতাদের নানা অনুযোগ অভিযোগ ও দল গঠনে সবার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মূল সংগঠনকে শক্তিশালী করতে নিজেদের ভেদাভেদ ভূলে সংগঠনকে সুসংগঠিত করতে অবিলম্বে সকল পর্যায়ে সম্মেলন করে জেলা কমিটি করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সৈকত, নির্বার্হী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, ভারপ্রাপ্ত জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরি এহিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ নেতৃবৃন্দ।
এদিকে সভা শুরুর প্রাক্কালে সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছায় সভাস্থলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দলীয় নেতা-কর্মিদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরক্ষনেই কেন্দ্রীয় নেতাদের সামনেই অডিটোরিয়ামে ধাক্কাধাক্কি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। একে অপরকে চড় থাপ্পরও মারতে দেখা যায়। পরে
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সভাস্থলের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যকে নিয়োজিত করে প্রশাসন।ছাত্রলীগের সাবেক নেতাকর্মিরা সভাস্থলে মিছিল শ্লোগান দিয়ে হট্টগোল শুরু করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনার আশ্বাস দিলে তারা সভাস্থল ত্যাগ করে।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            