জাতীয় শিক্ষা দিবসে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের র‍্যালি এবং ছাত্রসমাবেশ

1157

Published on সেপ্টেম্বর 18, 2021
  • Details Image

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে মহান জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে র‍্যালি এবং ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় র‍্যালিটি নগরীর ঐতিহাসিক লালদিঘী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,"সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার পুরাতন শিক্ষাব্যবস্থার বদলে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের চাপ কমাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার বদলে শ্রেণিকক্ষ ভিত্তিক প্রাক-বৃত্তিমুলক, বৃত্তিমুলক এবং পেশাগত বৃত্তিমুলক শিক্ষা এবং দক্ষতা-নির্ভর শিক্ষাক্রম প্রণয়নে কাজ করে যাচ্ছে। উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী সংগঠন জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানানো হয় সমাবেশে।

সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, ওসমান গনি বাপ্পি, আবদুল হালিম সিকদার মিতু, শেখ শরফুদ্দিন সৌরভ, কাইছার মাহমুদ রাজু, সাব্বির সাকির, কার্যনির্বাহী সদস্য সালাহউদ্দিন বাবু, ইমাম উদ্দিন নয়ন, আরাফাত রুবেল, মোশরাফুল হক পাভেল, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, সাধারন সম্পাদক জি এম তাওসীফ, বায়েজিদ থানা ছাত্রলীগ আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, চান্দগাও থানা ছাত্রলীগ সভাপতি নুরুন নবী সাহেদ, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, পাহাড়তলি থানা ছাত্রলীগ সভাপতি সৈয়দ আশিকুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক আরমান, ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গোলামুর রহমান রিজান ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের, সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম উদ্দিন তৌসিফ প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত