635
Published on সেপ্টেম্বর 16, 2021জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খাবীরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সম্মেলনটি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ।
কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তারিফ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন। এতেমবিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান, সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, সদস্য সরোয়ার হোসেন শান্ত, সদস্য জিএস উজ্জ্বল প্রমুখ।
বিশেষ বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরমান হোসেন সাগর, নাজমুল হোসাইন নিয়ন,রাজীব হোসেন,আরাফাত হোসেন জয় প্রমুখ।