সৈয়দপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

604

Published on সেপ্টেম্বর 16, 2021
  • Details Image

করোনা পরবর্তি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা ও উত্তরণের লক্ষে বর্ধিত সভা করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ। গতকাল (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে স্থানীয় রেলওয়ে পুলিশ ক্লাবে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী সিকান্দার আলী, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও খাতামধুপুর ইউনিয়নের সভাপতি আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলনেওয়াজ খান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, সৈয়দপুরের কিছু নামধারী আওয়ামী লীগ নেতা দলকে পুঁজি করে নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আবার তারাই দলের নিবেদিত নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। বর্ধিত সভায় উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত