680
Published on সেপ্টেম্বর 15, 2021আওয়ামী লীগের দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বারহাট্টা উপজেলা শাখার আয়োজনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।