1187
Published on সেপ্টেম্বর 13, 2021করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোর জেলার সিংড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ৩০ হাজার মাস্ক প্রদান করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আজ সোমবার (১৩ সেপ্টম্বর) সকালে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের হাতে মাস্কগুলো হস্তান্তর করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন।
এসময় সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।