1373
Published on সেপ্টেম্বর 13, 2021রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তেব্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের আপামর জনগণের উন্নয়ন। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি নির্বাচন। দেশ ও দলের স্বার্থে যারা কাজ করে চলেছেন তিনি তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনীত করছেন। উপজেলা আওয়ামী লীগের কাজ হচ্ছে তৃণমূলের জনপ্রিয় এবং দক্ষ নেতার নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো। সেই তালিকা থেকে যাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করলে দলের এবং জনগণের জন্য ভাল তাকেই প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।
দল কাজ করতে চাইলে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে চলতে হবে। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতার কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁকিয়ে পড়েছিল লোকজন। আমরা পেয়েছি স্বাধীনতা। স্বাধীনতার সম্মান ধরে রাখতে চাইলে ঐক্যের বিকল্প নাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবো বলে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আয়েন উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদস্য সাফিনুর নাহার, চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, এ্যাডভোকেট আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, বকুল খরাদি, মিজানুর রহমান, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, আতাউর রহমান, জয়নাল আবেদিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন সহ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।